দেশের উত্তর জনপদের একটি অন্যতম জেলা কুড়িগ্রাম। একটি আন্তর্জাতিক নদী সহ ১৬ টি নদ-নদী বিধৌত জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম সরকারি কলেজ এ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ১৯৬১ সালে কুড়িগ্রাম কলেজ নামে এ শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। ১৯৮০ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয় এবং তখন থেকে কলেজটির নামকরণ করা হয় কুড়িগ্রাম সরকারি কলেজ।আধুনিক সুযোগ-সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং পর্যাপ্ত সংখ্যক শ্রেণী কক্ষ রয়েছে। কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি গুনগত শিক্ষা বিস্তারে জেলায় অগ্রণী ভূমিকা পালন করছে।
কলেজের আয়তন প্রায় ২৩ একর। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) কোর্স পর্যায়ে পাঠদান করা হয়। ১৯৯৭ সালে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালুর মধ্য দিয়ে এ কলেজের নবতর যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ০৯ টি বিষয় সহ মোট ১৪ টি বিষয়ে অনার্স কোর্স প্রবর্তন করা হয়। বর্তমানে ১৪ টি বিষয়ে মাস্টার্স (ফাইনাল) কোর্স এবং ০৬ টি বিষয়ে মাস্টার্স ( প্রিভিয়াস) কোর্স চালু আছে। বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ১৮ হাজার।
প্রতিবছর অধিক সংখ্যক উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী দেশ সেরা ফলাফল করছে এবং মেডিকেল, ইজ্ঞিনিয়ারিং, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। কিছু সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশন্ড পদে চাকুরি লাভ করছে। এছাড়াও এ কলেজের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছে। অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শন করছে। সকলের সহযোগিতায় কলেজের বর্তমান প্রশাসন শিক্ষার গুনগত মান বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ,উন্নয়ন ও গুণগত শিক্ষা বিস্তারে যে সকল সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁদেরকে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রশাসন শ্রদ্ধার সাথে স্মরণ করেন।