Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০২৩

উপাধ্যক্ষ

প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী

উপাধ্যক্ষ

কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম

 

 

 

 

 

 

বাণী

উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে স্বীকৃত কুড়িগ্রাম সরকারি কলেজ। ১৯৬১ সালে এই কলেজটি কুড়িগ্রাম জেলা সদরে ২৩ একর জমিতে প্রতিষ্ঠিত হয়।

বর্তমান বিশ্বে আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের অন্যতম এক রোল মডেল বাংলাদেশ। দেশ ও জাতির এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বজনীন ও মানসম্মত শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেই সাথে বৈশ্বিক এসডিজি-৪ বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। অসীম সম্ভাবনার এ দেশকে সমৃদ্ধতর করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহের বাস্তবায়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ। তাদের এই নিরলস শ্রমকে সাধুবাদ জানিয়ে তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।